362534

ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়, নিহত মোট ১৩

ডেস্ক রিপোর্ট।। বুধবার দুপুরে তামিলনাডুর নীলগিরি জেলার কুনুর নামক স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এম আই সিরিজের সামরিক হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত, তার ডিফেন্স সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত কমান্ডোসহ ১৪ জন উপস্থিত ছিলেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান।

২০১৯ সালে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে জানুয়ারিতে দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত। ভারতের তিন বাহিনী- সশস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সমন্বিত করে ওই পদ সৃষ্টি করা হয়।

পরে তাকে নবসৃষ্ট ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান নিয়োগ করা হয়। আজকের দুর্ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে।

ad

পাঠকের মতামত