কাঁচা বাদামের গায়ককে বিয়ে করলেন তৃতীয় লিঙ্গের স্যান্ডি সাহা!
ডেস্ক রিপোর্ট।। বেশ কয়েকদিন ধরেই বাদাম বিক্রি করে ভাইরাল ভুবন বাদ্যকর। এরই মধ্যে তার ‘বাদাম বাদাম’ গানটি শুনে ফেলেছেন লক্ষাধিক শ্রোতা।
অন্যদিকে, দু-দিন আগেই সারা গায়ে বাদামের মালা পরে ‘অর্ধনগ্ন’ স্যান্ডি সাহার বাদাম নাচ ভাইরাল হয়েছিলো নেটপাড়ায়। স্যান্ডির এই কীর্তি দেখে অনেকেই ‘থ’ হয়ে যান। এবার সেই ভাইরাল বাদাম কাকুকেই বিয়ে করলেন স্যান্ডি সাহা !
তৃতীয় লিঙ্গের স্যান্ডি সাহা বহুল পরিচিত ভাইরাল কনটেন্ট নির্মাতা। তাদের ওই মালাবদলের ভিডিওটি শনিবার ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার
এদিকে রয়্যালটি না পাওয়ার অভিযোগের ফলও পেয়েছেন ভুবন বাদ্যকর। তাকে দেওয়া হয়েছে চেক। ডেইলি বাংলাদেশ
স্যান্ডি তার ফেসবুকের ক্যাপশনে লেখেন, ‘আজ থেকে আমি তোমাদের বাদাম কাকিমা, এখন থেকেই বুবু কাঁচা বাদাম আমার কাছেই পাবে।’
যে ছবিটি স্যান্ডি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে আকাশি রঙা নাইটিতে বাদামের মালা গলায় ধরা দিলেন স্যান্ডি, বাদাম কাকু-কে জড়িয়ে রয়েছেন তিনি। দেশ রূপান্তর
বিয়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি স্যান্ডি জানিয়েছেন, নিজের ‘সামর্থ্য মত সাহায্যও’ করেছেন ভুবন বাদ্যকরকে।
পেশায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। কলকাতা ২৪
আরও জানা গেছে, তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি।