362397

আমাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়েছে : সায়নী

বিনোদন ডেস্ক।। শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। আজ সোমবার বিকেলে আগরতলার আদালত থেকে বেরিয়ে তিনি এ কথা জানান।

সায়নী জানান, রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তিনি শঙ্কিত হয়ে পড়েন। তারপর অন্য একটি পুলিশ স্টেশনে তাকে নেওয়া হয়। সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমকে তিনি জানান, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। তাদের লড়াই চলবে। এভাবে দমানো যাবে না।ৎ

আদালত সূত্রে জানা যায়, পুলিশ সায়নীকে দুই দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। কিন্তু শুনানির পর বিচারক সেই আবেদন খারিজ করেন। তারপর আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘আদালতের প্রতি বিশ্বাস ছিল। এটা সত্যের জয়। যে পথে লড়াই করেছি, সেই পথেই লড়ব। মিথ্যা মামলা করে দমানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাকে তো শারীরিকভাবে হেনস্তাও করা হয়েছে। রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি।’ এই অভিনেত্রী বলেন, ‘দিদির সঙ্গে রাতে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য করেছেন, তা মনে থাকবে। একইসঙ্গে বলব, এখানকার আমাদের দলের কর্মীরাও আমার জন্য সারাক্ষণ লড়াই করেছেন। আমরা এক ইঞ্চিও জমি ছাড়ছি না।’

 

ad

পাঠকের মতামত