362338

বাসভাড়া যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে : প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দেশে তেলে ভর্তুকির বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আলাপ আলোচনার মাধ্যমে বাসের ভাড়া একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে।’

আজ বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তো তেল কিনে আনতে হয়।আপনারা বলতে পারবেন আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? শুধু ডিজেলে আমরা ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিই। বিদ্যুত এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। বিদ্যুতে কৃষককে বিশেষ ছাড় দিয়ে থাকি।’

তিনি বলেন, ‘বাস্তবতা আপনাদের বুঝতে হবে। মানুষের যেন খাদ্যের কষ্ট না হয় সেদিকে আমাদের নজর আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন করোনার কারণে বাস, লঞ্চ এসব চলাচল বন্ধ ছিল। যারা এই ব্যবসা করেন তাদেরও তো কষ্ট ছিল, তাদেরও লোকসান ছিল। প্রণোদনা দিয়ে তাদের ব্যবসা যেন চালু থাকে সে ব্যবস্থা নিয়েছি। স্বাভাবিকভাবেই যখন তেলের দাম বেড়েছে তারাও সুযোগ নিয়েছে দাম বাড়ানোর। তাদেরও দাবি ছিল। আমার সঙ্গে আলোচনা চলেছে। সবসময় যোগাযোগ ছিল। তাদের সঙ্গে বৈঠক ও আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় নিয়ে আসা হয়েছে। বাসের ভাড়া একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে।’

 

ad

পাঠকের মতামত