362304

মোহামেডানে খেলবেন বাবর আজম?

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান ক্লাবের হয়ে দেখা যেতে পারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ইতিমধ্যে তার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন মোহামেডানের কর্মকর্তারা। সব কিছু ঠিক থাকলে এবারের ডিপিএলে দেখা যেতে পারে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর এই ব্যাটারকে।

ডিপিএলের সবশেষ আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। এবার অবশ্য হবে ওয়ানডে ফরম্যাটে। আগামী মার্চের দিকে হতে যাওয়া আসরটিতে বাবরকে নিতে আগ্রহ দেখাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও করোনার কারণে গত আসরে কোনো বিদেশি ক্রিকেটার ছিলেন না। তবে আগামী আসরে একজন রাখার সুযোগ দিতে পারে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। তাতে দেখা যেতে পারে বাবরকে।

এ বিষয়ে জানতে চাইলে মোহামেডান ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘বাবর আজমের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

যেহেতু মার্চের দিকে ডিপিএল অনুষ্ঠিত হবে। সেহেতু বাবরকে পাওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময়ে যদি ওদের জাতীয় দলের কোনো খেলা না থাকে তাহলে আসতে পারে। দেখা যাক কী হয়।’

 

ad

পাঠকের মতামত