362300

৮ পুরুষকে হারিয়ে চমক দেখালেন নারী

নিউজ ডেস্ক।। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চমক দেখালেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোদেস্তা বেগম রীনা। আট পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে বেরকারিভাবে বিজয়ী হন এই নারী প্রার্থী।

খোদেস্তা বেগম রীনার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। তিনি জানান, এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯০টি ভোট বাতিল হয়।

নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা পাঁচ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউনুছ পেয়েছেন তিন হাজার ৪৩৫ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন তিন হাজার ৭১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মুহাম্মদ শফিউল্লাহ পেয়েছেন ২৫০ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২১৭ ভোট, আনারস প্রতীক নিয়ে ইয়াসিন মনির সোহাদ পেয়েছেন ৪২ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩০ ভোট, অটোরিকশা প্রতীক নিয়ে সাদ আল আলম চৌধুরী পেয়েছেন ২৮ ভোট এবং চশমা প্রতীক নিয়ে এয়াকুব পেয়েছেন ১৪ ভোট।

খোদেস্তা বেগম রীনা বলেন, ‘একজন নারী প্রার্থী হয়ে আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছি। এটা আমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। জনগণ ভালোবেশে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি তাদের কথা আজীবন মনে রাখবো।’

প্রসঙ্গত, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারে দুটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করা দুই মহিলা প্রার্থীর মধ্যে তিনিই জয় লাভ করেন।

 

ad

পাঠকের মতামত