ভারতকে ১০ উইকেটে হারের লজ্জা দিয়ে আক্ষেপ ঘোচাল পাকিস্তান
প্রথমবারের মতো আইসিসির যেকোনো ইভেন্টে ভারতের বিপক্ষে জয়ের দেথা পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া অর্ধশতকে বিরাট কোহলির দলকে দশ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ের মধ্য দিয়ে আইসিসি ইভেন্টে যেকোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল বাবর আজমরা।
আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩ বল বাকি থাকতেই ভারতের দেওয়া লক্ষ্য টপকে যায় পাকিস্তান। ব্যাট হাতে বাবর ৫৮ ও রিজওয়ান ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাট করতে এসে সাত উইকেট হারিয়ে ১৫১ রান তোলো কোহলিরা পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো।