362181

বাংলাদেশের রানের পাহাড়

খেলাধূলা ডেস্ক।। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শুরুতে ওপেনিং জুটিতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে মাঝ দিয়ে দলকে বড় পুঁজির পথ দেখান সাকিব। শেষের দিকে টাইগার ক্যাপ্টেন ও সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম পর্বে সর্বোচ্চ রানের দেখা পায় বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে পিএনজিকে ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৭১ রানে দুই উইকেট হারানোর পর শেষ দশ ওভারে আরও পাঁচ উইকেট হারিয়ে ১১০ রান তোলে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে ফেরেন ওপেনার নাঈম শেখ। তিনে এসে আরেক ওপেনার লিটন দাসকে নিয়ে শুরুর ধাক্কা সামলে তোলেন সাকিব। প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৫ রান তোলে টাইগাররা। খানিক পরই আসাদ ভালার শিকার হয়ে ফেরেন লিটন। ২৩ বলে ২৯ রান করে ডিপ মিডউইকেটে সেসে বাউয়ের তালুবন্দি হন তিনি।

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে আজও ব্যর্থ হন মুশফিক। ৮ বলে খেলেন মাত্র ৫ রান। ৭২ রানের মাথায় সিমন আতাইর শিকার হয়ে ফেরেন তিনি। দারুণ খেলতে থাকা সাকিবকে ফিরিয়ে দলকে বড় ব্রেক থ্রু এনে দেন আসাদ ভালা। ৩৭ বলে ৪৬ করে চার্লস আমিনির দুর্দান্ত ক্যাচবন্দি হন তিনি। আগের ম্যাচেও ৪২ করেন এই অলরাউন্ডার।

শেষের দিকে ব্যাট হাতে ঝড়ো ব্যাটে ২৭ বলে ফিফটি করেন তিনি। এরপর ডেমিয়েন রাভুর শিকার হয়ে ফেরেন তিনি। সাতে এসে আজও ব্যর্থ হন নুরুল হাসান সোহান। প্রথম বলে গোল্ডেন ডাকে এই ব্যাটসম্যানকে ফেরান রাভু। শেষ ওভারে চাদ সোপারের কাছ থেকে ঝড়ো ব্যাটে ৬ বলে ১৯ রান আদায় করেন সাইফউদ্দিন। তাতেই ১৮১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

 

ad

পাঠকের মতামত