362167

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক।। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির (পিএনজি) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে আসা দলটিকে হারাতে পারলেই মূূল পর্বের টিকিট মোটামুটিভাবে নিশ্চিত করবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পিএনজিকে ভালো ব্যবধানে হারালেই খেলতে পারবে মূল পর্বে। তবে মূল পর্বে বাংলাদেশ কোন গ্রুপের সঙ্গী হবে সেটা দেখতে হলে দিনের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। বড় লক্ষ্য গড়ে দিতেই ব্যাটিং নিয়েছেন বলে জানিয়েছেন রিয়াদ।

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে পিএনজি। আগের ম্যাচে একাদশে থাকা টনি উরার পরিবর্তে নেওয়া হয়েছে হিরি হিরিকে। এ ছাড়াও নোসাইনা পোকানার পরিবর্তে দলে ফিরেছে ডেমিয়েন রাভু।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

পাপুয়া নিউ গিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), হিরি হিরি, চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেসে বাউ, সিমন আতাই, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), কবুয়া ভাগি মোরেয়া, চাদ সোপার ও ডেমিয়েন রাভু।

 

ad

পাঠকের মতামত