362125

সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে ‘দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন’ মুসা: ডিবি

নিউজ ডেস্ক।। প্রিন্স মুসা বিন শমসেরকে সাড়ে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১২ অক্টোবর) ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, পাশাপাশি পুলিশকে ৫০০ কোটি টাকা দেওয়া ও দুদক ভবন করে দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন। তাকে রহস্যময় মানুষ মনে হয়েছে।
তিনি বলেন, আমরা তাকে বলেছি, একজন নাইন পাস লোককে আপনি না বুঝে কীভাবে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন, ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বললেন লাভ দেবে। মুসা সাহেব কাদেরের প্রতারণা সম্পর্কে বেশি জানেন না বললেও আমরা তার সঙ্গে কাদেরের অজস্র কথপোকথন পেয়েছি।

তিনি আরও বলেন, আব্দুল কাদেরকে বাবা-সোনা বলেও ডাকতেন প্রিন্স মুসা বিন শমস। মুসা দায় এড়াতে পারবেন না। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।

বিকেল ৩টা ২৫মিনিটে স্ত্রী-সন্তানসহ ডিবি কার্যালয়ে যান মুসা। পরে ৬টা ৫৫ মিনিটে বেরিয়ে আসেন।

ad

পাঠকের মতামত