362059

রোহিঙ্গা বাংলাদেশে থাকলে অনেকেরই লাভ, তাই প্রত্যাবাসন নিয়ে কারো মাথাব্যথা নেই : প্রধানমন্ত্রী

সোমবার (৪ অক্টোবর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা ও এর স্থায়ী সমাধানের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে বলে আমি আশা করি।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি করা। সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মহামারি শুরুর প্রায় দুই বছর পর এবারই প্রথম আমি দেশের বাইরে সশরীরে কোনও আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করি।

নিউইয়র্কে অবস্থানকালে আমার অত্যন্ত ব্যস্ত সময় কাটে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল সভা ও সাইড ইভেন্ট মিলিয়ে সর্বোমোট ১০টি সভা ও ৮টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিই। ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কপর্বের উদ্বোধনী দিনেও যোগদান করি।’

ad

পাঠকের মতামত