361078

১ আগস্ট থেকে সৌদি আরবে যেতে পারবে পর্যটকরা

নিউজ ডেস্ক।। দেশটির পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ ভ্যাকসিনেশন সম্পন্ন করা বিদেশি পর্যটকরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না থেকেই এখন প্রবেশাধিকার পাবে সৌদি আরবে। আল আরাবিয়া

সৌদি আরবের সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয় ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসন টিকার অনুমোদন দিয়েছে দেশটি। এ টিকাগুলোর যেকোনো একটির দুই ডোজ গ্রহণ করলেই সেখানে প্রবেশ করতে পারবে বিদেশি ভ্রমণকারীরা।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেছেন, আমরা পর্যটকদের আবারো স্বাগত জানাচ্ছি। করোনা অতিমারির কারণে আমাদের কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত ছিলো। এখন আমরা অতিথিদের গ্রহণে পুরোপুরি প্রস্তুত।

সৌদি আরব ২০১৯ এর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা চালু করে। এর এক মাস পরই কোভিড-১৯ অতিমারির কারণে এ সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত