360614

৪৯ বাংলাদেশি উদ্ধার ভূমধ্যসাগর থেকে 

নিউজ ডেস্ক।। ভূমধ্যসাগরের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে আফ্রিকার দেশ তিউনিশিয়ার নৌবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। তাদের বয়স ১৬ থেকে ৫০ বছর।

তিউনিশিয়ার নৌবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‌বৃহস্পতিবার আমাদের একটি ইউনিট নথিবিহীন ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তারা বাংলাদেশের নাগরিক। গত ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমায় তারা।

টুইট বার্তায় আরও বলা হয়, যাত্রা শুরুর তিন দিনের মাথায় তিউনিশিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। সেখান থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে।

এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়।

 

ad

পাঠকের মতামত