360621

টিকা দেওয়ার পর যৌ’নতায় বারণ করলেন রুশমন্ত্রী

নিউজ ডেস্ক।। কোভিড টিকা নেওয়ার ঠিক কতদিন যৌ’নতা থেকে বিরত থাকতে হবে সে সম্পর্কে কিছু বলেননি রাশিয়ার সারাতোভ এলাকার উপস্বাস্থ্যমন্ত্রী ডেনিস গ্রে’ফার।

রাশিয়ার এই আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী মনে করেন যৌনতায় বাড়তি শক্তির প্রয়োজন হয় এবং কোভিড টিকা দেওয়ার পর এধরনের দৈহিক সম্পর্ক মানসিক চাপ সৃষ্টি করে। আরটি

মস্কো থেকে ১ হাজার কিলোমিটার দূরে সারাতোভে এক অনুষ্ঠানে রুশমন্ত্রী বলেন যৌনতা খুবই শক্তিক্ষয় করে এমন কার্যকলাপ। এবং টিকা নেওয়ার পর যৌনতায় যেয়ে বাড়তি চাপ নেওয়া ঠিক হবে না।

এর আগে স্পুটনিক টিকা তৈরি করেছিল যে ইনস্টিটিউশন তার প্রধান আলেকজান্ডার গিনটসবার্গ বলেছিলেন টিকা নেওয়ার পর ক্লান্তি বোধ না করলে শারীরিক কার্যকলাপে কোনো বাধা নেই। কারণ টিকা নেওয়ার পর কোষ বিভাজনে পর্যাপ্ত গ্লুকোজের প্রয়োজন হয় না।

কঠোর শারীরিক ক্রিয়াকলাপের পাশাপাশি রাশিয়ার সরকারি সুপারিশগুলিতে বলা হয়েছে যে টিকা নেওয়ার পর তিন দিনের জন্য সানাস (স্টিম বাথ) এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

 

ad

পাঠকের মতামত