360523

কোভিড কি পুরুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়? যা বলছেন গবেষকরা

ডেস্ক রিপোর্ট।। কোভিড পুরুষের প্রজনন ক্ষমতার উপর বেশ প্রভাব ফেলতে পারে বলে দাবি করছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার। ডেইলি মেইল

বিজ্ঞানীরা আগেই জানিয়েছেন যে, করোনা ভাইরাস মানুষের রক্তনালীতে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে এবং সমগ্র শরীরে রক্তপ্রবাহের উপর ব্যাপক ক্ষতি করে।

প্রজননতন্ত্রে খুবই সরু নালি দিয়ে রক্ত সরবরাহ হয়। সুতরাং কোভিডের কারণে রক্ত প্রবাহে সমস্যার কারণে পুরুষাঙ্গতেও ঠিক ভাবে রক্ত চলাচল করতে পারেনা। মহামারি শুরুর পর থেকেই ডজনখানেক প্রতিবেদনে দেখা যায় যে,অনেক পুরুষ পুরুষত্বহীনতায় ভুগছে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের ইউরোলোজিস্ট ড. রায়ান বলেন, কোভিডের কারণে মায়োকারডিটিস হয়ে থাকে। যার ফলে হার্টে এবং হার্টের পেশিতে প্রদাহ সৃষ্টি করে। তিনি আর বলেন, আমরা এই পুরষত্বহীনতা নিয়ে অনেক অভিযোগ পাচ্ছি যদিও এটি এখনো শতভাগ প্রমাণিত হয়নি। এটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

অনেক চিকিৎসক বলেছেন, এই ভাইরাস রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিয়ে সেক্স হরমোন টেস্টোস্টেরণের উৎপাদন কমিয়ে পুরুষত্বহীনতা বয়ে আনতে পারে।

ad

পাঠকের মতামত