360332

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: মাদ্রাসা খুলে দেয়া ও পুলিশী হয়রানি বন্ধের দাবি বাবুনগরীর

নিউজ ডেস্ক।। জুনায়েদ বাবুনগরীর সঙ্গে আলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উনি মাদ্রাসাগুলো খুলে দেয়ার ও হেফাজতে ইসলামী নেতাদের বিরুদ্বে মামলার নামে হয়রানি বন্ধের অনুরোধ করেছেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনার কারণে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যখন সরকার খুলে দেয়ার অনুমতি দেবে তখন তার সঙ্গে মাদ্রাসাতেও শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হবে।

তাছাড়া ওনার সঙ্গে অন্যান্য অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। যা এখনই আমি প্রকাশ করতে চাইছি না। সম্ভব হলে আগামীকাল (মঙ্গলবার) অথবা তার পরের দিন বুধবার জানাবো। বার বার অনুরোধ জানালেও এর বেশি কিছু বলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রাত ৯টার দিকে বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে ধানমণ্ডির সরকারি বাসভবনে আসেন। সাক্ষাৎ শেষে রাত সাড়ে ১০ টার দিকে বের হয়ে যান হেফাজতের আমীর।

এদিকে সমকাল জানায়, বাবুনগরীকে মন্ত্রী বলেছেন, আর নি‌র্দোষ কাউকে গ্রেপ্তার করা হ‌বে না।

 

ad

পাঠকের মতামত