360097

ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ

ডেস্ক রিপোর্ট।। দেশটির টিকাদান কর্মসূচী ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গেই করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে এই মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে, কারণ আনুষ্ঠানিকভাবে অনেক মৃত্যুর রেকর্ড করা হয়নি। বিবিসি

৪ লক্ষাধিক মৃত্যুর রেকর্ডকারী দেশগুলোর কাতারে তৃতীয় দেশ হিসেবে নাম লেখালো ভারত। প্রথম স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত, মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটিরও বেশি।

জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশের কম মানুষ টিকা গ্রহণ করতে পেরেছে। ভারতীয় সরকার এই বছরের শেষ নাগাদ সকল ভারতীয়দের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, তবে ধীর গতি, ভ্যাকসিনের ঘাটতি ও ভ্যাকসিন দ্বিধার কারণে তা সম্ভব হচ্ছে না।

 

ad

পাঠকের মতামত