359259

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেত

ডেস্ক রিপোর্ট।। ইসরাইলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রায় ১২ বছরের শাসন আমলের শেষ হতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর।

জানা যায়, ইসরায়েলি সংসদের ৬০ জন সাংসদ নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দিয়েছেন। পক্ষে ভোট পড়েছে ৫৯টি। এতে করে তার সরকার ক্ষমতা হারালো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের ক্ষমতায় আসছেন নাফতালি বেনেত।

বিবিসির খবরে বলা হয়েছে, ক্ষমতা ভাগাভাগি চুক্তির মাধ্যমে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন বেনেত। এরপর বাকি ২ বছরের জন্য ক্ষমতায় বসবেন ইয়েস আতিদের নেতা ইয়ারের লাপিড।এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

নাফতালি বেনেট দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যমপন্থী, সবধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে।

ইসরায়েলের নতুন জোট সরকারে মোট আটটি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনপন্থী দলও রয়েছে।

নেতানিয়াহু ছিলেন ইসরায়েলে এ সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক। তবে তিনি গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন।

 

ad

পাঠকের মতামত