358411

করোনাকালীন বিধিনিষেধ বাড়বে কি না, সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক।। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রবিবার।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধের মেয়াদ আর বাড়বে কি না—গতকাল শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে আজ কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গত এপ্রিলের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে দফায় দফায় লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করে সরকার। এর পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেটি আরও বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বলবত রাখা হয়।

 

ad

পাঠকের মতামত