358134

সৌদি আরবের কঠোর শর্তারোপে হতবাক প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবগামী ফ্লাইটের যাত্রীদের দুই ডোজ ভ্যাকসিন নিলেও সাত দিনের কোয়ারেন্টাইনসহ কয়েকটি কঠিন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী চার দিনের সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এটি সৌদি আরবে বিমানের জেদ্দা, দাম্মাম ও রিয়াদ স্টেশনের কান্ট্রি ম্যানেজারকে ই-মেইলে জানিয়ে দেওয়া হয়েছে।

গত রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ই-মেইল বার্তায় সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানায়, ২০ মে রাত ১২টা (স্থানীয় সময়) থেকে সৌদিগামী বিমানের ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে অবশ্যই নিজ খরচে (থাকা ও খাওয়া) সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের থাকা খাওয়ার খরচ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে কেটে নেওয়া হবে। একই সঙ্গে যাত্রী যাওয়ার পর দ্বিতীয় দিন এবং ষষ্ঠ দিন করোনা পরীক্ষা করা হবে। সেই খরচও এয়ারলাইনস থেকে কেটে নেওয়া হবে। এতে আরও কমপক্ষে ৫০ হাজার টাকা গুণতে হবে প্রত্যেক সৌদিগামী বাংলাদেশিকে। যারা নিয়ম মানবেন না তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলে ঐ শর্তে উল্লেখ করা হয়েছে। এছাড়া সৌদিগামী সবার মেডিক্যাল ইনসিওরেন্স থাকতে হবে।

যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং এয়ারলাইনসের মাধ্যমে করার নির্দেশনাও দিয়েছে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন। নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট এলে ঢাকা থেকে ফ্লাইটে যাত্রীকে বোর্ডিং ইস্যু করা যাবে। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তবে ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্নার ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে থাকার সুবিধা পাবেন।

এছাড়া সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নতুন করে নিয়ম করেছে, কেউ যদি করোনা ভাইরাস ছড়ায় তাকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং কখনো সৌদি আরবে যেতে পারবে না। একই সঙ্গে সৌদি আরবে বেশির ভাগ হোটেলে বুকিংয়ের টাকা ননরিফান্ডঅ্যাবল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, সৌদি আরব যে সমস্ত কঠিন শর্ত দিয়েছে সেগুলো আবার চার দিন আগে তাদেরকে কনফার্ম করতে হবে। যার ফলে ওই চার দিনের ফ্লাইট স্থগিত রাখতে হচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানের আবুধাবি, দুবাই, কুয়েত, মাস্কাট, নেপাল ও ভারতের কলকাতা-দিল্লি রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ২৪ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শুধু ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

 

ad

পাঠকের মতামত