358055

স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে, যে কোনোভাবেই রোজিনাকে জামিন ও মুক্তি দিতে হবে: প্রেসক্লাব সভাপতি

মঙ্গলবার (১৮ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রেস ক্লাবের সভাপতি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, আমরা ভেবেছিলাম আজ রোজিনা ইয়াসমিনের জামিন হয়ে যাবে। কিন্তু তা হয়নি এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। কারণ এটি এমন কোনও অপরাধ নয় তাকে জামিন দেয়া যাবে না।

তিনি বলেন, স্বরাষ্টমন্ত্রী আমাদের জানিয়েছেন রোজিনার ব্যাপারে সুবিচারের জন্য যথেষ্ট খেয়াল রাখা হবে। রোজিনা কে হেনস্থা করা মানে গোটা সাংবাদিক সমাজকে হেনস্থা করা।

ad

পাঠকের মতামত