357708

বিদেশিদের হজে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, জানালো সৌদি সরকার

ডেস্ক রিপোর্ট।। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। সৌদি গেজেট, আল আরাবিয়া

বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, করোনা পরিস্থিতির কারণে এবার বিদেশিদের হজ করার অনুমতি নাও দেওয়া হতে পারে। এর পরিপ্রেক্ষিতেই বিবৃতি দিলো সৌদি সরকার।

মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাব সাঈদ বলেন, সৌদি সরকার বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে হজ করতে আগ্রহী। তবে হজযাত্রীদের নিরাপত্তা নিয়েও চিন্তা করছে সরকার।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।

হজ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত