357645

যে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন আমাদের নবী (সাঃ)

ডেস্ক রিপোর্ট : প্রিয় রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তার উম্মতদের চারটি আমল বেশি বেশি করতে বলেছেন। তিনি বলেছেন,
“তোমরা এই মাসে (অর্থাৎ রমাদান মাসে) চারটি কাজ বেশি বেশি করতে থাকো।
(তন্মধ্য হতে) দুটি কাজ এমন, যেগুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে।
আর দুটি কাজ এমন, যা না করে তোমাদের কোন উপায় নেই।

প্রথম দুটি কাজ যেগুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে তা হল,
🔳 অধিক পরিমানে কালিমা তায়্যিবা পড়বে এবং
🔳 ইস্তেগফার করবে।

আর যে কাজ দুটি তোমাদের না করে কোন উপায় নেই তা হল,

🔳 আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবে এবং
🔳 জাহান্নাম হতে মুক্তি চাইবে। ”
[সহিহ ইবনে খুজাইমা – ৩/ ১৮৮৭]
তাই জিহবাকে প্রতি মূহুর্তে সিক্ত রাখুন কালিমা তাইয়্যিবাতে —
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।
অর্থ: আল্লাহ এক। আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল।
আর ইস্তিগফারে —
أَللّٰهُمَّ اغْفِرْلِيْ.
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলী।
অর্থ: হে আল্লাহ্ আমাকে ক্ষমা করুন।
[সহিহ মুসলিম: ২৬৯৭]
আর প্রতি সলাত শেষে, সকাল-সন্ধ্যায় এবং যখনই মনে পড়ে জান্নাত চেয়ে নিন রবের কাছে। সেই সাথে ভয়াবহ জাহান্নাম থেকে ও মুক্তি চাইবেন।
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ».
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।
[আবূ দাউদ:৭৯৩]
এই রমাদানে আল্লাহ্ আমাদের মা-বাবা, আত্মীয় স্বজন সহ সবাইকে জান্নাতের তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন।

 

ad

পাঠকের মতামত