357126

শান্ত’র প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক ক্রিকেটে চার বছরের বেশি সময় ধরে পথচলা, অথচ কোনো সেঞ্চুরিই ছিল না নাজমুল হোসেন শান্ত’র। অবশেষে টেস্ট ক্রিকেট দিয়ে সেই আক্ষেপ গুছালেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণ সেঞ্চুরি পেয়েছেন তিনি। এর আগে ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে করা ৭১ রানই ছিল শান্ত’র ক্যারিয়ার সেরা সর্বোচ্চ রান।

আজ বুধবার শ্রীলঙ্কার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে আসে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি ওপেনার সাইফ হাসানের। রানের খাতা খোলার আগেই বিশ্ব ফার্নান্দোর লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর তামিম ইকবালের সঙ্গে ১৪৪ রানের বিশাল জুটি গড়েন শান্ত। দলীয় ১৫২ রানে আবারও ফার্নান্দোর আঘাত। ৯০ রান করা তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন তিনি।

তৃতীয় উইকেটের জুটিতে শান্তকে দারুণ সঙ্গ দেন মুমিনুল হক। দুজনের জুটিতে দলের সংগ্রহ ২৫০ পেরেনোর পাশাপাশি ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পান নাজমুল হোসেন শান্ত। চার মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেতে ২৩৫ বল খেলেছেন তিনি।

এ প্রতিবেদন লেখার পর্যন্ত বাংলাদেশ : ২৫০/২ (৭৪ ওভার); ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

 

ad

পাঠকের মতামত