357095

আমিরাতে ভ্যাকসিন না নিলে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে সেবা মিলবে না

ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত আরব আমিরাতে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবার বেলায় শীঘ্রই সীমাবদ্ধতা জারি করার পরিকল্পনা নিয়েছে আমিরাত সরকার।

মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে শীঘ্রই কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির সরকার।

এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে করোনার ভ্যাকসিন গ্রহণ না করলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে ভ্যাকসিন গ্রহণ অন্যতম উপায়। আমিরাতে ইতোমধ্যে ৩.৮ মিলিয়ন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখনো যারা ভ্যাকসিন গ্রহণ করেন নাই নিকটস্থ ভ্যাকসিন সেন্টারে গিয়ে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

ad

পাঠকের মতামত