356870

বাহুতে জ্বালাপোড়া, শরীর ব্যথা, কাঁপুনি, সামান্য জ্বর, ভ্যাকসিন দেওয়ার পর এই লক্ষণগুলো শঙ্কাজনক নয়

ডেস্ক রিপোট।। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনার ভ্যাকসিন নিচ্ছেন। তাদের অনেকেই জ্বর, শীত লাগাসহ বেশ কিছু সমস্যার ব্যাপারে অভিযোগ করছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এসবে শঙ্কার কিছু নেই। এই লক্ষণগুলোর অর্থই হলো টিকা ঠিকমতো কাজ করছে। সিএনএন

বিশ্বজুড়ে পর্যবেক্ষণের পর দেখা গেছে, প্রথম ডোজ টিকার পর জ্বর, হাত শরীরে ব্যথা দেখা যাচ্ছে। আর ২য় ডোজের পর দেখা দিচ্ছে শীত অনুভূতি ও কাঁপুনি। এতে অনেকেই ভাবছেন টিকা নিয়ে তাদের কোভিড-১৯ হয়ে গেছে। কারণ এই রোগটির লক্ষণও এগুলিই। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। কারণ কোনও ভ্যাকসিনেই তাজা ভাইরাস ব্যবহার করা হচ্ছে না।

জানা গেছে ভ্যাকসিন নেওয়া অধিকাংশেরই ছোটখাট পার্শপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর ১০-১৫ শতাংশের ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া। তবে এদের কারুরই ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ বিশেষজ্ঞরা মনে করেন এটিই স্বাভাবিক।

 

ad

পাঠকের মতামত