356879

আমি দেখে নেব, ‘ডাক্তার বড়, না পুলিশ বড়’ বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক।। চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক ও পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে এক নারী চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পুরো ভিডিও জুড়ে নমনীয় ছিলেন ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যরা। তারা ওই নারীকে যেতে বললেন, তিনি আবারও উত্তেজিত হয়ে বলেন, ওকে সরি বলতে বল, নয় আমি দেখে নেব, ডাক্তার বড়, না পুলিশ বড়।

ভিডিওতে দেখা যায়, দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। এক পর্যায়ে ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যদের ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে ১শ’ ডাক্তার নিয়ে আন্দোলন করান হুমকি দেন।

https://www.facebook.com/watch/?v=1821726631342146&t=0

 

ad

পাঠকের মতামত