356731

ভারতে সৎকারের অপেক্ষায় লাশের সারি, লাশ নিতে চাচ্ছে না পরিবারগুলো

নিউজ ডেস্ক।। চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে নতুন করে মৃতের সংখ্যা থাকায় মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে দেশটির। করোনার কারণে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। ফলে প্রচণ্ড চাপের মুখে পড়েছে শ্মশান এবং চুল্লিগুলো। দি ইন্ডিয়ান এক্সপ্রেস

মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডসহ বিভিন্ন রাজ্যের সরকারি মর্গগুলোর সামনে শতশত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। করোনার কারণে বেশিরভাগ লাশই গ্রহণ করেননি মৃতদের স্বজনরা। ফলে লম্বা অপেক্ষার পর শেষকৃত্য সম্পন্ন করছে শ্মশানের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলায় গণদাহর ব্যবস্থা করা হয়েছে।

সৎকার কাজ দেরি করা বিপদজনক বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংঘঠন। এদিকে ভারতে দ্বিতীয় দিনের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত রোগী ১ কোটি ৪২ লাখের বেশি। যা বিশ্বের ২য় সর্বোচ্চ।

ad

পাঠকের মতামত