356614

ম্যাজিস্ট্রেটের কাছে নেশাগ্রস্ত ছেলেকে সোপর্দ করলেন বাবা-মা

নিউজ ডেস্ক।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে নেশাগ্রস্ত এক ছেলেকে তার বাবা-মা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছেন। এ সময় আদালত নেশাগ্রস্ত যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরে ৯ নম্বর ওয়ার্ডে নিজপাড়া গ্রামের আক্কাস আলী ও শরিফা বেগমের ছেলে মো. আলামিনকে (২৬) ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

মাদক সেবনের কারণে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডালিম আহম্মেদের কাছে ছেলেকে সোপর্দ করেন।

তিনি আরও জানান, পুলিশ ও বাবা-মার উপস্থিতিতে নেশাগ্রস্ত যুবক আলামিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় এবং নেশার টাকার জন্য বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করায় তাকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বিকেলেই আলামিনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

ad

পাঠকের মতামত