356545

বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকার রাস্তার মোড়ে মোড়ে চেকপোষ্ট, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, দেওয়া হচ্ছে মামলা

নিউজ ডেস্ক।। বৃহস্পতিবার সকালে কারওয়ানবাজার, বিজয় স্বরণী, গ্রীণ রোড, পান্থপথে এমনটি চিত্র দেখা গেছে। কেউ বৈধ কাগজপত্র দেখাতে না পারলে গাড়ি যেতে দিচ্ছে না এবং কাগজপত্র দেখেতে সময় বেশি লাগছে এ কারণে যানজটের সৃষ্টি হয়।

পুলিশকে বৈধ কাগজপত্র দেখাতে নিকেতনের মোড় থেকে হাতিঝিলের ব্রিজ পর্যন্ত গাড়ির যানজট দেখা গেছে।

গত দিনের তুলনার ঢাকায় রাস্তায় গাড়ি অনেক বেশি। তাছাড়া অনেক জায়গায় দেখা গেছে প্যাসেঞ্জারের মুভমেন্ট পাস না থাকার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে রিকশাচালকদের। রিকশা উল্টো রাখা হচ্ছে।

এদিকে যমুনা টিভি জানান, মিন্টো রোড, গাবতলী, সায়েন্স ল্যাবরেটরী, প্রগতি স্বরণীর চেকপোষ্টে গাড়ির যানজট দেখা গেছে, কারণ একটি একটি গাড়ির কাগজপত্র চেক করে ছেড়ে দেওয়া হচ্ছে। বৈধ কাগজ দেখাতে না পারলে মামলা দেওয়া হচ্ছে।

 

ad

পাঠকের মতামত