356551

প্রতিদিন ১০ বার পরিষ্কার করা হয় কাবা শরীফ, ব্যবহৃত হয় ৬০ কেজি সুগন্ধি

ডেস্ক রিপোর্ট।। সৌদি বাদশার তত্ত্বাবধানে ৪০ জন পরিচ্ছন্ন কর্মী, পাঁচ জন পোলিশ কর্মী ও ৯ জন তত্ত্বাবাধায়ক এই কাজ করেন। প্রতিবার পরিষ্কার করতে ২০ মিনিট সময় লাগে। সৌদি গেজেট, আল আরাবিয়া

পবিত্র মসজিদ ও কাবা শরিফ সব সময় পরিষ্কার ও সুগন্ধি ছড়িয়ে রাখা হয় হজ, ওমরাহ ও মুসল্লিদের শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়াও মানুষ যেন পবিত্র এই স্থানে এসে আধ্যাত্মিক ধ্যান-ধারণায় মগ্ন হতে পারে সে ধরনের পরিবেশ বজায় রাখার জন্যে খেয়াল রাখা হয়।

কাবা শরীফের ভিতরে বছরে দুই বার পরিষ্কার করা হয়। প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয় বার করা হয় জিলকদ মাসে। এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বনু তালহা তথা আলশিবি পরিবারের লোকেরাই করে থাকেন।

পবিত্র জমজমের পানি, তায়েফ গোলাপ জল এবং বহু মূল্যবান ঊড তেল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা পরিষ্কার কাজে ব্যবহার করা হয়। পবিত্র নগরি মক্কার গভর্ণর এ কার্যক্রমে অংশগ্রহণ করতে গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান।

ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধির প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত