356571

আজ থেকে ১৮ ক্যাটাগরির লোকদের মুভমেন্ট পাস লাগবে না

দেশব্যাপী চলছে এক সপ্তাহের কঠোর লাকডাউন। এই কঠোর লকডাউনের মধ্যে, কিছু পরিষেবা এবং অফিস / কারখানা খোলা থাকবে। সেই অফিস ও কারখানায় যারা কাজ করবে তাদের মুভমেন্ট পাস লাগবে না। শুধু অফিসের আইডি কার্ড দেখালেই হবে।

ডিএমপি সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। টিবিএস

১. ডাক্তার
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারী নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারী কর্মকর্তা
১৩. শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

 

ad

পাঠকের মতামত