356525

৮৬ বছর পর হায়া সোফিয়ায় রমজানের আমেজ

অনলাইন ডেস্ক: প্রায় ৮ দশক পর প্রথম বারের মতো তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত হলো প্রথম তারাবির নামাজ। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ তথ্য জানায় সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

বিশ্ব স্থাপত্যের অনন্য নিদর্শন আয়া সোফিয়াকে ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর রাখার সিদ্ধান্ত বাতিল করে তুরস্কের সর্বোচ্চ আদালত। ২০২০ তুরস্কের ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ বলে ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর ঐ বছরের ২৪ জুলাই শুক্রবার থেকে সেখানে নিয়মিত নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।

১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের অর্থোডক্স গির্জা। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়ের পরে এটি মসজিদে রূপান্তর করা হয়। ১৯৩৪ সালে আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়। ইউনেসকোর হেরিটেজ সাইটে এর নাম রয়েছে। তুরস্কের ইসলামপন্থীরা এই জাদুঘরকে মসজিদে রূপান্তরে অনেক দিন ধরে আহ্বান জানিয়েছেন। তবে ধর্মনিরপেক্ষরা এর বিরোধিতা করেছেন।

 

ad

পাঠকের মতামত