356465

জিতেও বায়ার্নের বিদায়, সেমিতে পিএসজি

খেলাধূলা ডেস্ক।। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আরেকটি ফাইনাল হয়ে গেলো। উড়তে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিদায় ঘণ্টা বাজিয়ে গতবারের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গের প্রতিশোধ নিলো পিএসজি।

মঙ্গলবার রাতে প্যারিসে দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেও সেমি-ফাইনাল নিশ্চিত করলো নেইমার-এমবাপেরা। দু’লেগের সমীকরণে স্কোর ৩-৩। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শেষ চারে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছেন মানুয়েল ন্যয়ার। তবে তার পরীক্ষা নিতে গিয়ে বেশ কয়েকবার দুর্ভাগ্যের শিকার হন নেইমার। পুরো প্রথমার্ধজুড়ে বায়ার্ন বল দখলে এগিয়ে থাকলেও বেশ কয়েকবার নেইমারের শট ন্যয়ার কিংবা গোলপোস্টের বাধা পায়।

বেশ কয়েকবার সুযোগ মিসের খেসারত দিতে বেশি সময় লাগেনি পিএসজির। ৪১তম মিনিটে দাভিদ আলাবার শট স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসের পায়ে লেগে শূন্যে চলে আসে। সেখান থেকে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং লাফিয়ে হেড করে তা লক্ষ্যভেদ করেন।

বিরতির পরও ছন্দহীন পিএসজি। ঘরের মাঠে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ৫৩তম মিনিটে দি মারিয়া ডান পাশ থেকে ন্যয়ারকে ফাঁকি দিয়ে গোলমুখের সামনে বল বাড়ান, কিন্তু ফাঁকা জাল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন নেইমার।

৭৮ মিনিটে এমবাপের গোলে সমতায় ফিরলেও তা রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয়ে যায়। শেষ দিকে সানে দারুণ ড্রিবলে শট নিলেও গোলবারের সামনে দিয়ে মাঠের বাইরে যায় বল। প্রাণান্তকর চেষ্টা করেও প্রয়োজনীয় দ্বিতীয় গোলের দেখা পায়নি বায়ার্ন।

 

ad

পাঠকের মতামত