356239

রমজানে মক্কা-মনিদায় প্রবেশ করতে পারবে না শিশুরা

ডেস্ক রিপোট।। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, রমজানে তারাই মক্কা, মাদিনায় ও নবীর (সা.) রওজা শরিফে প্রবেশ করতে পারবেন যারা দুই ডোজ কোভিড টিকা নিয়েছেন। মাক্কা-মদিনায় প্রবেশের আবেদন করার ১৪ দিন আগে এক ডোড টিকা নিয়েছেন। কিংবা যার মধ্যে ইমিউনিটি শক্তি আছে।সৌদি গেজেট, আল আরাবিয়া

মন্ত্রণালয় আরো জানায়, ১৮-৭০ বছর বয়সী সৌদি নাগরিকরা ও ১৮-৬০ বছর বয়সী অন্যদেশের নাগরিকরা ওমরাহ করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, মক্কা-মদিনায় প্রতিদিন তারাবি হবে ১০ রাকাত করে। এশাসহ তারাবি পড়তে হবে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে। এই দুই মসজিদে ইফতার বিতরণ করা যাবে না। ইফতারের জন্য খেজুর, পানি ও কফি ব্যক্তিগতভাবে বহন করতে হবে। কারো সাথে ইফতার ভাগাভাগিও করা যাবে না।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ এক লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।

ad

পাঠকের মতামত