355789

টিকা না নিলে মক্কা-মদিনায় প্রবেশ করা যাবে না

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সোমবার জানায়, তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করে রমজানে ওমরা করার অনুমতি নিতে হবে। আর আবেদন করার ১৪ দিন আগে প্রথম ডোজ টিকা নিতে হবে কিংবা কোভিড থেকে সুস্থ হয়ে উঠতে হবে। সৌদি গেজেট, আল জাজিরা, সিএনএ

শুধু হজ ও ওমরাহ করার জন্য নয়, মক্কা-মদিনায় প্রবেশ করার জন্যও ওই অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

মন্ত্রণালয় আরো জানায়, কোভিড সংক্রণ বেড়ে যাওয়ার কারণে এই নীতিমালা গ্রহণ করা হয়েছে। আগমী হজের সময়ও এই নীতি বহাল থাকবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

সৌদিতে ইতোমধ্যে ৫০ লাখের বেশি লোককে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশটির মোট জনসংখ্যা তিন কোটি ৪০ লাখ।

হারামাইনের প্রেসিডেন্ট ও মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস বলেন, রমজান উপলক্ষে পবিত্র কাবা রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আগামী পাঁচদিন এই কাজ চলবে। ১৪ জন প্রযুক্তিবিদ এই কাজ পর্যবেক্ষণ করছেন।

ad

পাঠকের মতামত