355594

মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ, প্রথম স্থানসহ পাশের হারে এগিয়ে নারীরা

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন পরীক্ষার্থীদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী।

রোববার স্বাস্থ্য শিক্ষা বিভাগ আরও জানায়, এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) কোর্সে ভর্তি পরীক্ষায় ৮৭ দশমিক ২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।

নির্বাচিত উত্তীর্ণদের মধ্যে নারী পুরুষের আনুপাতিক হার ৫৪:৪৬ এবং সংখ্যায় ২ হাজার ৩৪১জন নারী এবং ২ হাজার ৯ জন পুরুষ। এসকল পরীক্ষার্থীদের মধ্যে চলমান শিক্ষাবর্ষের ৩ হাজার ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষের ৪১৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৪৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৯ দশমিক ৮৬ শতাংশ। মেডিকেল ভর্তিতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন, অংশগ্রহণ করেননি ৬ হাজার ৮২ জন।

 

ad

পাঠকের মতামত