355470

মুস্তাফিজকে প্রথম ম্যাচে পাচ্ছে না রাজস্থান, বাড়তে পারে অপেক্ষা

স্পোর্টস ডেস্ক।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে ইতোমধ্যে মুম্বাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিবের তুলনায় কিছুটা পিছিয়ে তারই স্বদেশি রাজস্থান রয়্যালসের পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকায় এখনো ভারতে পা রাখা হয়নি তার। ফলে আইপিএলের প্রথম ম্যাচের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে মাঠ নিয়ে শঙ্কা রয়েছে বাঁ হাতি এই পেসারের।

করোনার ঊর্ধ্বগতি সংক্রমণের মাঝেও দেশের মাটিতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যার কারণে প্রত্যেক বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ভারতে পা রাখার পর থাকবে হবে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। যেহেতু মুস্তাফিজ এখনো দেশেই ফেরেননি, ফলে কোয়ারেন্টিন ইস্যুর কারণে রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তথ্য অনুসারে আগামীকাল রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে টাইগাররা। এরপরই আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়া কথা রয়েছে মুস্তাফিজের। তবে কবে নাগাদ যাবেন না নিশ্চিত নয়।

অন্যদিকে, আগামী ৯ তারিখ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসর। এরপর ১২ তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান। তবে সেই সময় কোয়ারেন্টিনে থাকার কারণে খেলতে পারবেন না মুস্তাফিজ। পরে ম্যাচ ১৫ তারিখ সাকিবের কলকাতার বিপক্ষে খেলবে মুস্তাফিজের রাজস্থান। সেই ম্যাচে কোয়ারেন্টিন শেষ করে ফিটনেসে থাকলে খেলার সম্ভাবনা থাকবে কাটার মাস্টারের।

 

ad

পাঠকের মতামত