355394

ওজন বাড়াতে বিশেষ কায়দায় চিংড়িতে ক্ষতিকর জেলি!

নিউজ ডেস্ক।। কুমিল্লার পদুয়ার বাজারে চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি ব্যবহার করায় দু’জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান রাসেল ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড দেন। এসময় ধ্বংস করা হয় ১২০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি।

ওই দুই ব্যবসায়ী হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের উজান মুড়ী গ্রামের অহিদুর রহমান ও চাঁদপুরের শাহরাস্তির আদর্শ ইয়াপুরা গ্রামের মো.শফিক। এদিকে ওই বাজারে জহির মিয়া নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে ওই অভিযান পরিচালনা করা হয়।

ad

পাঠকের মতামত