355398

আরো সন্তান চান ৩৮ সন্তানের পিতা গুলজার হোসেন

ডেস্ক রিপোর্ট।। ৩৮ সন্তানের বাবা হওয়ার পরও আরো সন্তান চান পাকিস্তানের বান্নু শহরের বাসিন্দা গুলজার হোসেন। তিনি বলেন, আল্লাহই রিজিকের ব্যবস্থা করবে।

প্রতি মহিলা তিন সন্তান জন্ম দেয়া পাকিস্তান, দক্ষিণ এশিয়ার শিশু জন্ম হারে শীর্ষে। ৫৭ বছর বয়স গুলজার হোসেনের স্ত্রী ৩ জন। সন্তানসম্ভবা এক স্ত্রীকে পাশে বসিয়ে তার রসিক মন্তব্য, ক্রিকেট খেলতে বন্ধু লাগবে না আমার সন্তানদের।

তার ভাই মস্তান খান ওয়াজির খানের ২২ ছেলেমেয়ে। তারও বিবাহ তিনটি। ওয়াজিরের কথায়, আমার নাতি-নাতনির সংখ্যা অনেক। বালোচিস্তানের জান মোহাম্মদের ছেলেমেয়ে ৩৮।

তিনি আবার একশোটি বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য তিনি চতুর্থ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ে পেলেই বিয়ে করবেন।

জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ২৬৬: পরিচালক
পাকিস্তানে বহুবিবাহ আইনসিদ্ধ। তবে খান পরিবারে বহুবিবাহের প্রচলন নেই। পাকিস্তানে অর্থনীতির কঠিন অবস্থার মধ্যে জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে দুর্ভোগ বাড়বে এমন আশঙ্কায় জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের।

 

ad

পাঠকের মতামত