355307

শ্রীমঙ্গলে ৬ মাস ৮দিনে হাফেজ হলেন শিশু তানিম

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র ৬ মাস ৮ দিনে কোরআন শরীফ মুখস্থ করলেন ১৩ বছরের শিশু তানিম। সে শহরতলীর সবুজবাগ এলাকার সমর মিয়ার ছেলে। এই দিনে আরো তিনজন শিশু হাফেজ হয়েছেন।

এরা হলেন হাফেজ মো. আশরাফ, হাফেজ মো. আব্দুল কাদির ও হাফেজ মো. রিয়াদ আহমদ। এরা চারজনই শহরের নতুন বাজার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার থেকে হাফেজ হয়েছেন। গতকাল রাতে এই চার জনের মাথায় পাগড়ী পরিয়ে দেন মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ খতিব হযরত মাওলানা জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, হাজি মালেক মিয়া, হাফেজ রাশেদ তালুকদার, মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মুজাম্মিল হোসাইন, মাহমুদুল হাসান প্রমুখ।
হযরত মাওলানা জামাল উদ্দিন জানান, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত কেউ এতো কম সময়ে হাফেজ হতে পারেননি। যেটা তানিম পেরেছে। এই মাদ্রাসাটি সার্বিক উন্নয়নে তিনি সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ প্রতিদিন

 

ad

পাঠকের মতামত