355335

করছি কী আমি, কেমন লাগে…

বিনোদন ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম বরাবরই মাতিয়ে রাখেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজেই তৈরি করেন মজার সব ভিডিও। কয়েক দিন আগে প্রাইভেটকার ভর্তি করে বাঁধাকপি কিনেছিলেন, বেচবেন বলে। পরে অবশ্য তা পাড়া-প্রতিবেশীদের দিয়েছেন।

তবে এবার বিপাকে পড়েছেন মাহি। নিজের খেয়ালে ছেঁটে ফেলেছেন চোখের উপরের ভ্রু। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন ‘আয় হায় করছি কী আমি, কেমন লাগে…’

জানা গেল, নতুন কোনও ছবির জন্য নয়, শুধু নিজের জন্যই ভ্রুর একাংশ বিসর্জন দিয়েছেন তিনি।

এ বিষয়ে মাহি বলেন, ‘অনেকেই ভেবেছেন চলচ্চিত্রের জন্য এটা করেছি। আসলে তা নয়। মাথার মধ্যে হঠাৎ এই বুদ্ধি ভর করল। দেখি কেটে কেমন লাগে-এটা ভেবেই কেটেছি। তবে “ইয়ো ইয়ো” টাইপের কোনো চরিত্রের যদি অফার আসে তাহলে এই স্টাইলটি কাজে লাগাব।’

এদিকে, মাহির প্রকাশিত ছবিগুলোর কমেন্ট বক্সে অসংখ্য ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যই পড়েছে। তবে কোনোটির উত্তরই দেননি এই চিত্রনায়িকা।

 

ad

পাঠকের মতামত