354450

গৃহকর্মীর হাতেই খুন হন সাবেক চেয়ারম্যান

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের সাতকানিয়ার কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

লাশ উদ্ধারের চার দিন পর শুক্রবার পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর হাতেই খুন হন সাবেক এই চেয়ারম্যান।

গত সোমবার সকালে নিজ ঘর থেকে আবদুল হকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্দেহভাজন হিসেবে গৃহকর্মী জমির উদ্দিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জমির পুলিশকে জানিয়েছেন, নানা কারণে তাকে প্রায়ই গালাগাল করতেন গৃহকর্তা আবদুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তিনি খুন্তি দিয়ে তাকে খুন করেন। পরে নিজের চোখ-মুখ বেঁধে হত্যাকাণ্ডের নাটক সাজান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু জানান, যে রাতে আবদুল হক খুন হন, ওই রাতে বাড়িতে শুধু তিনি আর গৃহকর্মী জমির উদ্দিন ছিলেন। ঘটনার পর প্রথমে জমির পুলিশকে জানিয়েছিলেন, রাতে ৭-৮ জন লোক এসে তার চোখ মুখ বেঁধে ইউপি চেয়ারম্যানকে হত্যা করে চলে যায়। কিন্তু ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বাইরে থেকে কারও আসার চিহ্ন পায়নি পুলিশ। জমিরের চোখ-মুখ ও পা বাঁধা থাকলেও হাত খোলা ছিল। এতে সন্দেহ হয় পুলিশের।

জমিরের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত খুন্তি এবং আবদুল হকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

ad

পাঠকের মতামত