354216

তখন মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল জেলখানায় আছি : মিরাজ

খেলাধূলা ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা পরিস্থিতির মাঝে মুক্তভাবে বের হতে দেয়ার আগে ক্রাইস্টচার্চের শ্যাডো বাই পার্ক হোটেলে রাখা হয়েছে টাইগার ক্রিকেটারদের।

প্রথম দুইদিন পুরোপুরি ঘরে বন্দি ছিলেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা। শুক্রবার প্রথমবারের মতো ত্রিশ মিনিট হাঁটার সুযোগ পেয়েছেন সবাই। তবে মেহেদি মিরাজ সেদিন বের হননি। তিনদিন নিজের রুমে থেকে প্রথমবার বের হয়েছেন শনিবার। রুমে বন্দি থাকার সময়টা তার কাছে জেলখানায় থাকার মতো মনে হয়েছে।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহকৃত ভিডিওবার্তায় মিরাজ জানিয়েছেন ঘরবন্দি থাকা সময়ের অভিজ্ঞতা। তিনদিন ঘরে থাকার পর প্রথম যখন বের হন, তখন মাথা ঘোরাচ্ছিল তার। তবে বাইরে হাঁটা চলা করে ঘরে ফেরার পর আবার সতেজ হয়ে যান এ অফস্পিনিং অলরাউন্ডার।

মিরাজ বলেছেন, ‘প্রথম তিনদিন তো রুমের ভেতরেই ছিলাম। তারপর আধা ঘণ্টা করে বের হওয়ার সুযোগ পেয়েছি সবাই। আমি যখন প্রথম যেদিন বেরিয়েছিলাম (শনিবার), শুরুর দিকে মাথা একটু ঘুরছিল। তারপর আস্তে আস্তে ১০-১৫ মিনিট পর ঠিক হয়ে গেছে। তিনদিন ঘরের ভেতর যে বন্দি ছিলাম, আমার নিজের কাছে মনে হয়েছে, জেলখানায় আছি বা হতাশা আছে।’

তবে বাইরে বের হওয়ার পর সতেজতা কাজ করেছে জানিয়ে তিনি বলেন, ‘যখন বাইরে বের হলাম, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিলাম, তখন ভালো লেগেছে। পরে যখন রুমে ফিরে গেছি, তখন নিজেকে একটু ফ্রেশ মনে হয়েছে। সারাদিন রুমে থাকতে তো আর ভালো লাগে না। তিন-চারদিন রুমে কাটানো, একইভাবে… এটা আসলে একটু আমাদের জন্য অস্বস্তিকর। এই যে ত্রিশ মিনিটের জন্য বাইরে আসতে দেয়, এটা ভালো লাগে যখন রুমে(ফিরে) যাই।’

 

ad

পাঠকের মতামত