354151

রোগ মুক্তির আশায় পাগলের বালু পড়া

নিউজ ডেস্ক।। রোগ মুক্তির আশায় পাগলের বালু পড়া নিতে এক ম‌হিলার কাছে ভিড় জ‌মি‌য়ে‌ছে স্থানীয়রা। টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার খানুরবা‌ড়ি এলাকায় অজ্ঞাত ওই ম‌হিলার দেখা পাওয়া গে‌ছে।

গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) খানুরবা‌ড়ি এলাকায় ওই মহিলার ছ‌বি তুল‌তে চাইলে ‌তিনি ক্ষিপ্ত হ‌য়ে সেখান থেকে চলে যান। ত‌বে বি‌কে‌লের পর তা‌কে আর এলাকায় দেখা যায়‌নি।

খানুরবা‌ড়ি গ্রা‌মের গোপাল চন্দ্র হালদার ব‌লেন, এলাকায় হঠাৎ দে‌খি অদ্ভুত দেখ‌তে ওই ম‌হিলা বি‌ভিন্নজন‌কে বালু পড়া দি‌চ্ছে। এছাড়া রাস্তার মা‌টি খাওয়া‌চ্ছে। তার দেওয়া মা‌টি হা‌তে নি‌য়ে দে‌খি খুবই সুগ‌ন্ধি। প‌রে সে আমা‌কে বালু প‌ড়ে দি‌লে সেটা খে‌য়ে দে‌খি বালু মি‌ষ্টি লাগ‌ছে। প‌রে আমার হা‌তে থাকা রুপার ব‌্যাচ তা‌কে দি‌য়ে দেই।

একই গ্রা‌মের আদুরী হালদার ব‌লেন, ছে‌লে বিশ্বাস হালদা‌রের ক‌য়েকদিন যাবত জ্বরের কার‌ণে নিয়‌মিত ওষুধ খা‌ওয়া‌চ্ছিলাম। প‌রে ওই পাগ‌লের মত দেখ‌তে ম‌হিলাটি ঝাড়-ফুক দেওয়ার পরই জ্বর সেরে যায়।

স্থানীয়রা জানান, পাগ‌লের মত অদ্ভুত ওই ম‌হিলাকে এলাকায় আগে কখ‌নো দে‌খি‌নি। কা‌লো জামা পড়া, মাথায় জটা চুল ছেঁড়া কাপড় দি‌য়ে বাঁধা ও মু‌খে অদ্ভুত ধরণের মাস্ক পড়া ছিল। এলাকায় সবাই যার যার রোগ ও সমস‌্যার সমাধা‌নের জন‌্য তার কাছ থে‌কে বালু পড়া খে‌য়ে টাকা দি‌য়ে‌ছে।

টাঙ্গাইলের হৃদরোগ বি‌শেষজ্ঞ ডা. রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, চি‌কিৎসাবিজ্ঞানে এর কোনও ভি‌ত্তি নেই। বালু বা রাস্তার মা‌টি খে‌লে পরবর্তীতে মানু‌ষের পে‌টের পীড়াসহ বি‌ভিন্ন‌ রোগে আক্রান্ত হ‌তে পা‌রে। এতে কিড‌নিরও সমস‌্যা হ‌তে পা‌রে।

 

ad

পাঠকের মতামত