354046

ওজন বাড়াতে চিংড়িতে ‘বিষাক্ত জেলি’

নিউজ ডেস্ক।। চাঁদপুরে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মেশানো চিংড়ি মাছের চালান জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে অবস্থান নিয়ে ৫০-৬০ কেজি চিংড়ি জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও তার টিম।

এ সময় কার্টনে দেখা যায় ৫০-৬০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়ি রয়েছে। এর পরপরই আটক করা হয় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী মোজাম্মেল হককে (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের কাছে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি মেশানোর কথা স্বীকার করেন ওই মাছ ব্যবসায়ী।

দায় স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে বিষাক্ত জেলি মেশানো চিংড়িগুলো জব্দ করে তা ফেলে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম সময় সংবাদকে জানান, অধিক মুনাফা এবং ওজন বাড়াতে একশ্রেণির মাছ ব্যবসায়ী চিংড়ির মাথায় জেলি ঢুকিয়ে দেয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এটি দণ্ডনীয় অপরাধও বটে। তাই এমন অপরাধের জন্য মাছ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা, সতর্ক করে দেওয়া এবং জেলি মিশানো চিংড়ি মাছগুলো জব্দ করা হয়।

তিনি আশা করে বলেন, শুধু এমন একজন মাছ ব্যবসায়ীই নয়, অন্যরাও ভেজাল এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

ad

পাঠকের মতামত