353895

সিঙ্গাপুর ও রোমানিয়ায় হবে কর্মসংস্থান

নিউজ ডেস্ক।। সিঙ্গাপুর ও রোমানিয়ায় বিভিন্ন খাতে ১২ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগ হচ্ছে। করোনা মহামারীর মধ্যে যেখানে মধ্যপ্রাচ্যসহ অনেক অঞ্চলের দেশ থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, সেখানে সিঙ্গাপুর ও রোমানিয়া থেকে নতুন কর্মসংস্থান সুখবর বলেই মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। আর রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি।

সেখানে এর মধ্যে প্রায় ১ হাজার ৪০০ লোক গিয়েছে। কালকে খবর পেলাম সেখানে আরও ২ হাজার লোক নেবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর কারণে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত আসার মধ্যে সরকার নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল। আমরা আমাদের মিশনগুলোকে বলেছিলাম, আপনারা আমাদের লোকদের গেইনফুল এমপ্লয়মেন্টের জন্য চেষ্টা করুন। সেটার সুখবর আসছে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচশর অধিক ওয়ার্ক পারমিট ইস্যু করছে। এটা সুখবর, আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’ রোমানিয়ায় মুরগি জবাইয়ের কারখানায় কর্মসংস্থান হবে জানিয়ে ড. মোমেন বলেন, ‘ওখানে অনেককে নেবে মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। ওরা জার্মানি, ফ্রান্সে হালাল মাংস পাঠায়। তারা সে ধরনের লোক খুঁজছে। এটা খুবই আগ্রহ উদ্দীপক।’

সিঙ্গাপুরে কাজের পরিবেশ সন্তোষজনক হওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে যারা কাজ করে, মোটামুটি তাদের অভিযোগ-আপত্তি খুব একটা থাকে না। আমাদের লোকজন কোথাও গেলে কোনো না কোনোভাবে কাজের ব্যবস্থা করে নেয়। আমরা খুব করে চাচ্ছিলাম, আমাদের প্রবাসীরা যেন বিদেশে থাকে। আমি নিজেও ভিডিও মারফত অনুরোধ করেছি প্রবাসীদের, আল্লাহর ওয়াস্তে এই আপদকালীন সময়ে পারলে থেকে যান, কষ্ট করে। এরপর সুযোগ আসবে।’

ad

পাঠকের মতামত