353345

বিধবার জমি লিখে নিল সুদের কারবারি

নিউজে ডেস্ক।। ঢাকার ধামরাই উপজেলার চনপাড়া এলাকায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক বিধবার বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহাজনের দাবি- দখল নয়, বিধবার অপ্রাপ্তবয়স্ক নাতনীর কাছ থেকে বাড়ি লিখে নিয়েছেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া গ্রামে মৃত বাহার উদ্দিন বিধবার স্ত্রী আয়শা বেগম (৬০) একমাত্র ছেলে (নিখোঁজ) এরশাদের মেয়ে সুমি আক্তারকে (১২) নিয়ে কোনোভাবে জীবন যাপন করেন।

নিখোঁজ হওয়ার আগে একই এলাকার সেলিম ডাক্তার ওরফে সেলুর নামে সুদের কারবারির কাছ থেকে দুই লাখ টাকা সুদে আনেন এরশাদ। সেই টাকায় আড়াই লাখ টাকা সুদ দেওয়ার পরে আর দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন ‍বিধবা আয়শা বেগম। কিন্তু সেলিম পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে এলাকার গণ্যমান্যদের সহায়তায় বিধবার অপ্রাপ্তবয়স্ক নাতনিকে বোরকা পরিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে জমি লিখিয়ে নেয় সেলিম ডাক্তার।

এ বিষয়ে বিধবা আয়শা বেগম বলেন, ‘সেলু ডাক্তারের কাছ থেকে একলাখ টাকা স্ট্যাম্প কইরা সুদে আনছিলাম। আড়াই লাখ সুদ দিচ্ছি, আর দিতে পারি নাই। পরে শুনি সাড়ে ৫ লাখ টাকা, কই পাইবো। সেলুর লোক আনিছ ও মাতবরা কইল বাড়ি লেইখা দিতে হবে। তাই নাতনী গিয়ে লেইখা দিসে। ‘

আয়শার নাতনি সুমাইয়া আক্তার বলেছে, ‘আমাকে বোরকা পড়াইয়া মুখ ঢেকে স্যারের (সাব-রেজিস্টার) সামনে নিয়া গেছে। সেলু ডাক্তার ও তার বউ আমারে যা কইতে কইছে আমি তাই কইছি।’

এ বিষেয়ে সুদের মহজন সেলিম ওরফে সেলু ডাক্তার বলেন, ‘জমি বিক্রি করার কথা বলেই আমার কাছ থেকে টাকা সুদ নিয়েছে। এখন টাকা দিতে পারেনি তাই বাড়ির জমি লিখে নিয়েছি।’

এ বিষয়ে ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান শাহআলম বলেন, ‘বিষয়টি আমি জানতাম না।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিক হোসেন বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ad

পাঠকের মতামত