353080

সু চিকে যে কারণে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। অং সান সুচির এনএলডি গত ৮ নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। ধারণা করা হচ্ছে, নির্বাচন নিয়েই সু চিকে গ্রেফতার করা হলো।

সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করেছে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেক্টোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করছে।

 

ad

পাঠকের মতামত