352894

ভাসানচরে গেলেন আরও ১৭৭৮ রোহিঙ্গা

নিউজ ডেস্ক।। তৃতীয় দফায় আরও এক হাজার ৭৭৮ রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে গেলেন।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে শুক্রবার সকাল ৯টার দিকে রোহিঙ্গাদের নিয়ে চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়। দুপুর সাড়ে ১২টায় সেখানে তারা পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার প্রায় এক হাজার ৮০০ রোহিঙ্গা ভাসানচরে যান।

কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হলো তৃতীয় দফা ও বৃহৎ সংখ্যায় রোহিঙ্গা স্থানান্তর।

এ ছাড়া ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রোহিঙ্গাদের আরও একটি দলকে চতুর্থ দফায় ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় তিন হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

ad

পাঠকের মতামত